“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

সোমবার, ২০ আগস্ট, ২০১২

ধর্মপাখী


মেঘনার কালো বুকে দাঁড়িয়ে সকাল বেলায়
প্রার্থনা করো- ইমান আনো বন্ধু।

আবাবিলের নীল পাখায় চড়ে
উড়ে চলো ঈশ্বরের কাছে

স্মরণ করো কেয়ামতের কথা

ইন্দুরিয়ার উষ্ণ চড়ে
পাক পবিত্র করার ইন্ধন

সুদূর উত্তরপূর্ব এশিয়া থেকে উড়ে আসা
ধর্মপাখীর দল

জেনারেলের কামড়ায় গাদাগাদি
গগোঁই সাহেবার সংসার

ঈদের উপত্যকায় মৌসুমি বায়ু চলে গেছে অনেককাল
প্রজনন নিষিদ্ধ তাই।

হে ঈশ্বর,
ইন্দুরিয়ার চর থেকে আবাবিলের দলকে পাঠাও এবার
এই উপত্যকার ঈদ মেহেফিলে

কোন মন্তব্য নেই: