“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

শনিবার, ৪ আগস্ট, ২০১২

হাটি হাটি পা পা

মাদের এই ব্লগ হাটি হাটি পা পা করে ২০০তম পোস্টে এসে পোঁছালো । কোন ও এক অজানা বিকেলে প্রথম পোস্টটি জমা পড়ে ছিল, উদ্দীপনার পাখায় ভর করে। আজ আমাদের উত্তরপূর্বের লেখকদের এই আড্ডা বিশ্বের জানালায় মুখ রেখে , সদ্য কিশোরীর মতন নির্বাক চঞ্চলতায়  তাকিয়ে আছে। তার পরিচয় আরও বিস্তৃতি লাভ করুক , এই আশা, এই স্বপ্ন ফুটে উঠছে তার চাহনি তে । আজ সত্যিই একটা বিশেষ দিন। তাই , আমার প্রিয় গানের সাথে আমার নিজের তৈরি একটা ছোট্ট ভিডিও শেয়ার করছি । চলুন বৃষ্টি পায়ে পায়ে এগিয়ে চলা এই ব্লগমেয়ের হাত ধরে আমরা ও এগিয়ে চলি সাহিত্যের বর্ণময় অলিন্দে, গেয়ে চলি ঈশানের গান ।( এই ভিডিও বাজাবার আগে, উপরে বায়ে ব্লগের মূল ভিডিও বন্ধ করে দিন)
      

কোন মন্তব্য নেই: