“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০১১

অকাল বোধন



 
 
 
 
 
 
শীত তখনও তার উদার কপাট খোলেনি
শিশির একটু যা ডানা মেলছিল
বাতাসে শিউলির গন্ধও
.
যৌবনে পা দেয়নি
আকাশে সাদা মেঘের সাথে
মাখামাখি অনশনের;
চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে শুধু অসুখ
ঘোলাটে চাঁদের উত্তাপও দুর্বিসহ
এরই মাঝে একদিন ' জেগে ' দেখি
রাস্তায় ' ঘুমন্ত ' মানুষের ঢল নেমেছে
চলছে হর্ষোল্লাস।

৩টি মন্তব্য:

সুশান্ত কর বলেছেন...

দারুণ লিখেছো। এর পর পারলে তোমার নিজের পছন্দের ছবি কিছু তুলে দিও সঙ্গে। এতে ব্লগ দৃষ্টি নন্দন হবে। এটা সব্বাইকে অনুরোধ। আমার তোলা ছবিতে কারো আপত্তি থাকলে বলো, পালটে দেবো বা নিজেরাও পাল্টাতে পারো।

Unknown বলেছেন...

ধন্যবাদ স্যার। কথাটা মনে রাখব।

সুশান্ত কর বলেছেন...

ঠিক আছে। লিখে চল।