“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০১১

স্বপ্নেরা স্বপ্ন হয়ে গেছে












স্বপ্নগুলো প্রথমে সবুজ রংয়ের হয়
তারপর ধীরে ধীরে এগুলো গাঢ় হতে থাকে
আর সাথে মিশতে থাকে একে একে -
লাল, নীল, হলুদ - হরেক রংয়ের স্বপ্ন।
একদিন সব রং মিশে গিয়ে স্বপ্নগুলো সব কালো হয়ে যায়।

আমার স্বপ্নগুলো সব স্বপ্ন হয়ে গেছে

তাইতো উদয়াস্ত নিশ্চিন্তে ঘুমোতে পারি।
                                             
সারাদিন কাজের শেষে সন্ধ্যে বেলায়
যখন স্কুল পালানো ছেলেগুলো খৈনি ডলতে ডলতে আড্ডা দেয়
তখন, আমি শিক্ষিত বেকার ঘরে বসে কবিতা লিখি
আর এমনি করে যৌবনের এক একটি টুকরো ভেঙ্গে পড়ে
ছাঁদ হীন ঘরের দেওয়ালের মতো।

৬টি মন্তব্য:

Biplob Rahman বলেছেন...
এই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।
Biplob Rahman বলেছেন...

অসাধারণ!

সুশান্ত কর বলেছেন...

ঠিক বলেছেন। স্বপ্ন নিয়ে কত সহজ অথচ কত কঠিন কল্পনা করল পঙ্কজ।স্বাগত বিপ্লব রহমান। আসবেন মাঝে মধ্যে।

দেবব্রত আচার্য বলেছেন...

ভাল লিখা। ধন্যবাদ সেয়ার করার জন্য।

সুশান্ত কর বলেছেন...

এবারে তুমি শুরু করো দেবব্রত!

nandita bhattacharjee বলেছেন...

স্বপ্নসন্ধানী মন,,,,,