“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০১১

অহল্যা আমার














কেন ছিলি, কোথাই ছিলি তুই,
ভালইতো ছিলি তুই,
তু্‌ই তুই
আর আমার জায়গাই আমি।

এই যে পাষাণ প্রতিজ্ঞা রজ্জু নিলাম ধরে
পাষাণ পৃথিবী,
পাষাণ পরাণ নিয়ে পাষাণ আমি।

আকাশ কাঁদিস কেন তুই?
কী দিবি? চোখের জল দিয়ে লবণের নৈ?
কোথায় আর আসব প্লাবণ ঐ সবুজ সেই?

খুলে ফেল তোর এই বাদল কালো সাজ
থাক তুই শুধু আমার হৈ
একটুকু হৃদয়, একটুকু নীল হই।

                                                                                        (c) ছবি

কোন মন্তব্য নেই: