“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

শনিবার, ১৫ অক্টোবর, ২০১১

পরিচয়

তোমার সাথে পরিচয় গড়ে উঠে নি কখনো,
অথচ ভাবখানা যেন কত দিনের পরিচয়।
মনোবীণায় হাল্কা আঘাত,
বসন্ত বাতাস বুঝি দখিনের বারান্দায়।
তুমি ঠিক যেন আকাশের চাঁদ ,
যাকে ঘিরে কল্পনার জগত।
মেয়েরা তেমনি বোকা,
ভাবে তাসের ঘর দীর্ঘ স্থায়ী।
অথবা জল দিয়ে আঁকা ছবি,
অয়েল পেইন্টিংয়ের মত ।
জানালার কাঁচে জমে থাকা ময়লা,
যখন একদিন কালবৈশাখী ঝড় শেষে  ,
ধুয়ে-মুছে যায় জানালার গরাদ বেয়ে,
তখনই ঘটে পরিচয়।
পরিচয় টা তোমার সাথে কখনো ই গড়ে উঠেনি;
পরিচয় ঘটেছিল সেলুলয়েডের পর্দায়,
তোমার চেহারায় লেগে থাকা মুখশের সাথে,
সারা গায়ে মিথ্যার অলঙ্কার।

২টি মন্তব্য:

সুশান্ত কর বলেছেন...

দারুণ! আমাদের আরো লেখক লেখিকাদের এখানে নিয়ে এসো চন্দ্রানী!

Chandrani the Dreams বলেছেন...

ধন্যবাদ দাদা, নিশ্চয়ই