“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

শনিবার, ৮ অক্টোবর, ২০১১

ইরম- তোকে মরম


 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

শর্মিলা

ইরম

তোকে জানাই
মরম    মরম    মরম ।
 চারদিকে ধুম লেগেছে হৃদকমলে ।
আলোর বিলাপ,মানুষের উদভ্রান্ত উল্লাস ,ময়ুর নৃত্য
তারমাঝে তোর মুখ মনে পড়ে
টিউবের অলঙ্কারে শোভিত
উজ্জ্বল এক দ্বীপমালা , নক্ষত্রখচিত,
রোমাঞ্চিত ভ্রূযুগল  কত কথা বলে
তোর চোখের তারায় জ্বলে ওঠে লোকতাগ লেক।
 অপেক্ষা--
গঙ্গাজল সই তোর
আফস্পার অশনি সঙ্কেত , রক্তের দাগ মুছে
এক নরম প্রলেপ লাগাতে চাস মানুষের বুকে।
ওদিকে ডেসমণ্ড কলমে আঁকে তোর মন
বসে আছে অপার হয়ে কবে রজকিনি,
নিকষিত হেম জড়িয়ে নেবে সব
বিহ্বল  বিষাদের কথা ।
অপেক্ষার
আর এক নাম
শার্মিলা
ইরম
মরম    মরম     মরম ।

1 টি মন্তব্য:

সুশান্ত কর বলেছেন...

নন্দিতাদি, আপনার ব্লগার / বা মেইল প্রফাইলে গিয়ে যেখানে কেবল nandita লেখা আছে, ওটা পালটে পুরো নাম বাংলা বা ইংরেজিতে লিখুন, বা লিখুন দুটো ভাষাতেই। তখন আপনি যেকোনো পোষ্ট ব্লগে দিলেই নিচে স্পষ্ট দেখাবে posted by ....আপনার নাম। আলাদা করে আর লিখতে হ'বে না।