“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০১১

শব্দ-সৌধ-বুনট জুড়ে আছে মেঘ

Beaches


তুমি লিখে যাচ্ছ কবিতা
শব্দ-সৌধ-বুনট জুড়ে আছে মেঘ
আছে কুয়াশা, আগুন ও উত্তাপ
তোমার খেয়ালিপনায় সব ঘোলাটে সমুদ্দুর
মন-পবনের পান্সি নাও হুড়মুড় দৌড়ে যায়
দূরে, আরও বহুদুরে
কে ডাকে তোকে—আয়
কে বলে তোকে--বস
কে তোকে খোলে দেয় তার শুভ্র বুক
কে আছে কবিতার বিনিময়ে অর্পিত সদা
মেঘ, কোয়াসা অথবা গোমট আগুনে।

কোন মন্তব্য নেই: