“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০১২

গোলাপ






হাঁড় কাপানো শীতে
ফুটে উঠে
গোলাপ|
গোলাপে
মুখ রেখে
খোঁজ পেলাম
জোত্‍স্না|
আকাশের দিকে দৃষ্টি দিয়ে
দেখলাম তোমাকে
শুধু তোমাকে|

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মূল অসমিয়া :
গোলাপ

হিম চেঁচা শীততো
ফুলি উঠে
গোলাপ|
গোলাপত
মুখ থৈ
বিচাৰি পালো
জোনাক|
আকাশলৈ চাই দেখিলো
তোমাক
মাথো তোমাক...
___________________
মূল অসমিয়া এবং বাংলা অনুবাদ দুইই ঃ মনোহৰ দত্ত


কোন মন্তব্য নেই: