“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০১২

হত্যা





এটা কি ভালবাসার হত্যা
আমি তোমাকে একটু আগে দিয়েছিলাম
ভালবাসার স্বাক্ষর
আমায় মারলে জন লেননকে যে ভাবে মারা হয়েছিল

তাহলে হত্যা আর ভালবাসার সম্পর্ক কি ?

মনস্তত্ত্ব না নৃতত্ত্ব
যেমন পণ্ডিত লেভিস্ত্রোচ বলেন ?
ঘটনার বিপ্রতীপ রূপান্তর ?
গভীর মনস্তত্বের বিষয়
ভালবাসা ও ঘৃণা
মুদ্রার এপিঠ ওপিঠ
দুটোই কিন্তু এক ।
~~~~~
~~~~~
অসমিয়া কবিতা
হত্যা
~~
কিশোৰ ভট্টাচার্য
এইটু মৰম'ৰ হত্যানে
মই তোমাক অলপ আগতে দিছিলো
ভালপোৱাৰ স্বাক্ষৰ
মোক মাৰিলা যেনেকৈ জন লেননক মাৰিছিল
তেনেহ'লে হত্যা আৰু ভালপোৱাৰ
সম্পর্কটো কি ?
এইটো মনস্তত্ব নে নৃতত্ত্ব
যেনেকুৱা পণ্ডিত লেভিস্ত্রোচে কয়?
ঘটনাৰ বিপ্রতীপ রূপান্তৰনে ?
এইটো গভীৰ মনস্তত্বৰ বিষয়
ভালবাসা ও ঘৃনা
একে মুদ্রাৰ ইপিঠ-সিপিঠ
দু'টা বস্তু কিন্তু একোটাই।
~~~~~~~~~~~~~~~
বাংলা রূপান্তর ~~নান্দিতা ভট্টাচার্য

৩টি মন্তব্য:

সুশান্ত কর বলেছেন...

কিশোর ভট্টাচার্য অসমিয়া কবিতার এক গুরুত্বপূর্ণ কবি। তাঁকে অনুবাদ করে ভালো করেছেন!

Anup Sadi বলেছেন...

কবিতাটি প্রেম ও ঘৃণার সম্পর্ককে একত্রে তুলে ধরেছে,সুন্দর।

সুশান্ত কর বলেছেন...

হ্যা, ঠিক বলেছেন। এই ব্লগে ভ্রমণের জন্যে ধন্যবাদ!