“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১২

বন্ধু

dvc posterize black and white



ই যে দেখা হয়েছিল আপনার সংগে
দাড়িয়ে ছিলাম আমরা কোনো এক অনামা বাস ষ্টপে
আপনার হাতে ছিল এক সিগারেট, আমার প্যাকেট ছিল খালি
আপনি চেয়েছিলেন কথা বলার জন্যে একজন লোক।

আমাদের  আলাপ হলো
ভাল লাগছিল
বাস এল, আর চলে গেলাম আমরা
একজন পূবে, অন্য পশ্চিমে।

সামান্য ব্যাপার-
কিন্তু জানি আমরা,
পথের এপার বা ওপার,
আমরা বন্ধু ছিলাম। থাকুন, ভাল থাকুন।

1 টি মন্তব্য:

সুশান্ত কর বলেছেন...

দুই একটা শব্দ এদিক ওদিকে করে ঠিক করেদিলাম। ভাবনাটা সুন্দর!