“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

রবিবার, ১৮ মার্চ, ২০১২

সাপ্তাহিক ক্যুইজ - ঘোষণা

              সুশান্তদাকে ধন্যবাদ। ওঁর উৎসাহেই আমি এই নতুন সেকশনটা শুরু করছি। আজ থেকে প্রত্যেক রোববারে একটা সাপ্তাহিক ক্যুইজ আপলোড করা হবে। উত্তর দেওয়া যাবে সোমবার থেকে শনিবার পর্যন্ত। আর পরবর্তী রবিবারে সঠিক উত্তর এবং উত্তরদাতাদের নাম এখানে প্রকাশ করা হবে।
প্রথম প্রশ্নের সেট একটু পরেই আপলোড করছি।
             আশাকরি আপনাদের দিক থেকে ভালোই সাড়া পাওয়া যাবে। ধন্যবাদ!

1 টি মন্তব্য:

Deep বলেছেন...

অপেক্ষায় রইলাম।