“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

রবিবার, ১৩ মে, ২০১২

দেবাশিস তরফদারের নতুন উপন্যাস 'শরাইঘাটঃ একটি প্রেম কাহিনী' প্রকাশ পেল আজ

             "১৯৭৭খ্রীস্টাব্দের সেপ্টেম্বর মাসের এক বিকালে একটি তরুণ জালুকবারীর এক জনশূন্য বাসস্ট্যাণ্ডে দাঁড়াইয়া বৃষ্টি দেখিতেছিল"--এভাবেই শুরু হয়েছে দেবাশিস তরফদারের নতুন উপন্যাস 'শরাইঘাটঃ একটি প্রেম কাহিনী' । প্রকাশ করেছে শিলচরের 'আবাহন'। প্রকাশ পেল এই ভাবেই, দৈনিক সাময়িক প্রসঙ্গে তিনটি মূলব্যান সমালোচনা নিবন্ধের মধ্যি দিয়ে, লিখছেনঃ অনিতা দাস ট্যান্ডন, মনোতোষ চক্রবর্তী এবং অমিতাভ দেবচৌধুরী। মূল্যবান এই তিনটি নিবন্ধ এখানে সংরক্ষণ করে, আমরাও শরিক হলাম এই প্রকাশ অনুষ্ঠানের। নিচের ছবিতে দু'বার ক্লিক করুন, তার পর ctrl+ টিপতে থাকুন, বড় হতে থাকবে, আর পড়তে পাবেন।
                                
                                          (বইটি পেতে চাইলে লিখুনঃ আবাহন প্রকাশনী,প্রেমতলা, শিলচর, কাছাড়, আসাম, ৭৮৮০০১;
 দূরভাষঃ ০৩৮৪২-২৩১৮৪৪ / ০৯৭০৬১৬৮৮১১)

কোন মন্তব্য নেই: