“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

রবিবার, ১০ জুন, ২০১২

অনন্ত দেব স্মরণে।

          তেভাগা আন্দোলনের কর্মী , 'দিশারী' এবং  'কাছাড় ( বর্তমান বরাক উপত্যকা) বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনে'র  অন্যতম প্রতিষ্ঠাতা অনন্ত দেব মধ্য আশিতে চলে গেলেন গেল ২৯ মে রাতে। মৃত্যুর পূর্বমুহূর্ত অব্দি ছিলেন তিনি কর্মচঞ্চল। দিন দশেক আগেও ১৯শে মে'র কর্মকাণ্ডে তাঁকে দেখা গেছে সক্রিয়। আজ তাঁর প্রথাগত শ্রাদ্ধদিবস। কয়েকটি দৈনিক কাগজে লিখেছেন তাঁর নানা সময়ের সহকর্মীরা। এতে তাঁর বর্ণাঢ্য জীবনের সঙ্গে উঠে এসছে 'দিশারি' এবং  'বঙ্গসাহিত্য সম্মেলনে'র প্রতিষ্ঠা এবং পরবর্তী দিনগুলোর কিছু গুরুত্বপূর্ণ তথ্য। যেগুলো মনে হলো সংরক্ষণ যোগ্য তাই এখানে তুলে রেখে তাঁকে শ্রদ্ধা জানানো। ছবিগুলোতে দুবার ক্লিক করুন, বড় হয়ে যাবে।

কোন মন্তব্য নেই: