“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

সোমবার, ১১ জুন, ২০১২

ইতি পরিবর্তন




মানিপ্ল্যান্টের নুইয়ে পড়া কৈশোর
ঈশ্বরের আলোয় মুক্তি
চাঁদ হেসে বলে নিপাত যাক
সব সভ্য আলো পৃথিবীর

পুঁইডাঁটার যৌবন, খয়েরি ফলে ডাঁসা বুক
দূপুরের বিছানায় সোভিয়েতের মানচিত্র
গোপন রোগ, লালসেলাম

আবহাওয়ার পরিবর্তন
আটলান্টিকে দাফন

কোন মন্তব্য নেই: