“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

বুধবার, ২৭ জুন, ২০১২

এ আমার ভিখিরি হাত নয়

                                                                                       / স্বপন সেনগুপ্ত

















আমার ভিখিরি হাত নয় যা দেবে করুণায়
তাই হাত পেতে নেবো,
পোষা বেড়াল ছানার মতো ছুঁয়ে আদর করতেই
ঘর্ঘর শব্দ হবে কিংবা
উৎসবের আলো দেখলেই বাঁশি কিনতে যাবো।

চোখের নিচে এখন সমুদ্র উতরোল
বয়েসে বয়েসে বুঝি মানুষ বদলায়
খোলস খোলার আগেই সমস্ত শরীর গলে
ফোঁটা ফোঁটা রক্তে আবার ভেসে ওঠে মুখ
পুরোনো কবিতার খাতা সব ছিঁড়ে ফিঁড়ে যায়
দু'পকেট খালি করে বাড়ি ফিরে আসি।

যারা দাঁড়াতে শেখে হাত রেখে ঠুনকো জঠরে
হাতের মুঠো থেকে চলমান সমুদ্র হারায়,
লুম্বিনী পার্ক থেকে ফিরে আসে অসুস্থ আকাশ।

                               (C) Picture:ছবি

কোন মন্তব্য নেই: