“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

বুধবার, ১২ ডিসেম্বর, ২০১২

কৃষ্ণ পক্ষ

















টানবি আবার
হুজুগ ভরে বৃন্দাবনের অস্তাচলে 
একলা রাখাল 
কৃষ্ণচূড়ার নির্জনতা  রক্ষা করে ...

হিসেব কত গোলমেলিয়ে 
শ্যাওলা জমা একটা বাঁসি 
জটলা করে যোগ বিয়োগে 
স্পর্শকাতর ঠোট পিয়াসী 

আমরা সবাই চশমা চোখে
খুজছি যখন প্রেমের চিঠি 
একলা রাখাল হেঁসে বলে ,
"রাষ্ট্রবাদী পাবলিসিটি "....

ঝুলবে কবে ফাঁসির কাঠে 
ওপারের কোন দ্বন্দ্বপ্রেমী 
আমরা সবাই চা মুড়িতে 
খুশির আমেজ অস্তগামী 

চিঠি একটা গেল পাওয়া 
অনেক করে ঘাটাঘাটি 
রাখাল বলে ,"ওটা দেশের 
peace policy র খসড়াপাতি।"

৩টি মন্তব্য:

সুশান্ত কর বলেছেন...

অসাধারণ লেখেন আপনি দেবায়ন, আপনার লেখা এই ব্লগের ভার বাড়িয়ে দিল। শিরোনাম বাংলা হরফে করে দিলাম। কোন অসুবিধে নেই তো?

Debayan Tarafdar বলেছেন...

Na na....sironam ta ami kichutei banglay likhte parchlam na..dhonnobad..

সুশান্ত কর বলেছেন...

ঠিক আছে । লিখতে থাকুন। প্রায়োগিক বিষয়গুলো ধীরে ধীরে রপ্ত হয়ে যাবে। নিচে দেখবেন সেয়ার বোতাম দেখায় পোষ্টে। ইচ্ছে করলে আপনার বন্ধুদের মেইলে, ফেসবুকে রকুটে এবং গোগোল প্লাসে করে পড়িয়েও ফেলতে পারেন।