“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

শুক্রবার, ১ মার্চ, ২০১৩

জীবন সিরাজ



                                                            ।। শুভদীপ দেব ।।





শ্বর এর মত নীরব উন্মাদ এখন সিরাজ...
ওষুধ এর প্রভাবে জড়সড় স্মৃতিরা আর তাকে ক্লান্ত করেনা...
ধর্ম গোধূলিরা রোজ তাকে লক্ষ্য করিয়েছিল শ্মশানের চণ্ডাল...
তবুও কবর তৈরির আগে খবরে আসেনি তার আসল নাম...
জীবন মৃত্যুর জন্য দায়ি যে শহর তাকে আমি চিনি...
আমার শরীরেও বিষাদের সুখ ঢেলে ঢেলে সেই শহর তৈরি করছে...
একই গিরমিট...










(c) PIcture:ছবি

1 টি মন্তব্য:

Deep বলেছেন...

শোনা গেছে লাশকাটা ঘরে নিয়ে গেছে তারে কোন রাতে ফাল্গুনের আঁধারে