“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

বুধবার, ২০ মার্চ, ২০১৩

শুধু তোমারি জন্য

                          
                            (২)


                               












সে আছি আজ একা মনে
কতো স্মৃতি আজ ভিড়েছে এক্ষণে
তোমার পরশ জাগাত কি অনুভূতি
তোমার বিরহে আজ মরি আমি...
নয় এ শুধু কথার মেলা
নয় এ কেবলই মনের খেলা
দিলাম কতো অশ্রুজল তোমায় সঁপে
তবুও যে হেটে যাই এ পথ একা রাতে ...।।
মন এ নয় শুধু – এ যে পূজার থালা
রইলো তায় বেথার শতদলে গাঁথা অশ্রুমালা
আমার পরিচয়ের ঈষৎ এ আলাপ হতে
পরাবো তোমায় এ মালা মলিন দীপালোকে ...।।

।। অরুণিমা চক্রবর্তী।।

কোন মন্তব্য নেই: