“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

বুধবার, ২৭ মার্চ, ২০১৩

একটি চোখ

                                     ।। শৈলেন দাস।।



















মি যেখানে দাঁড়িয়ে
 ডানে রামকৃষ্ণ সারদা মা বাঁয়ে
 মাঝখানে জগজ্জননী, আমার বাঁ দিকটায় একটু সামনে
 দক্ষিণ দিকে মুখ।
 ভক্তরা আসছে কাতারে
 কেউ দাঁড়িয়ে কেউবা বসে
 কেউ প্রণাম করছে হাঁটুগেড়ে।
 একজন মহিলা ঘাড় নোয়াতে
 নজরে পড়ল একটি চোখ।
 যেন পবিত্র জোসনায়-
 নির্মল আকাশে, চঞ্চল বাতাসে
 বিলিয়ে অনুভূতির সুখ
 নারকেল পাতার মৃদু ঝাপটায়
 আড়ালে যায় চাঁদের মুখ।

কোন মন্তব্য নেই: