“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

রবিবার, ৩ মার্চ, ২০১৩

কেন



                                                ।। শুভদীপ দেব ।।



























বু কেন সেদিকেই চোখ যায় যেদিকটা নীল
যেদিকটা চরাচরে নির্বাক
নদী ঘাটে অববাহে তবু কেন সম্মুখ ভুল
নিলাচল তবু কেন চেয়ে থাকে মানবীর বুকে
পাখিরাও নীড় খোজে নীলিমায়
সবই কেন পথ খোজে সীমানায়
তবু কেন পাটাতনে শেষ দাগ লেখা হয়ে থাকে
অপার দেউল কেন দোলা দেয় বনে
তবু কেন সবশেষে ডেকে নেয় কবিতার খাতা......


(c) Picture: ছবি

কোন মন্তব্য নেই: