“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

রবিবার, ৩ মার্চ, ২০১৩

মিছিল



















কালের গর্ভে দিন, মাস, বছরের মিছিল
একটুকু ও রঙ বদলায়নি।
দিনগুলো একে একে যোগ দিচ্ছে মাসে, মাস বছরে...
আর বছর যেন মস্ত ব্যানারের পেছনে থাকা একমাত্র নেতা।

এমন অপ্রতিবাদি মিছিল আমি জন্মে ও দেখিনি।
তাইতো নেই কোন লাঠি চার্জ, কাঁদানে গ্যাস আর
ওয়াটার ক্যাননের নির্মম গুণ্ডামি।
আর মহাকালের ওই সদর দরজার তো চৌকাঠটি পর্যন্ত নেই,
পাছে মিছিলের ছন্দের না ব্যাঘাত ঘটে।

অথচ যে মেয়েটি দিনের ওই বেলাটিকে করেছিল
সবচাইতে সুন্দর, সূর্যের সাথে লুকোচুরি খেলেতে খেলতে,
আর যে ছেলেটি মাসের ওই দিনটিকে করেছিল
সকল দিনের সেরা, তাঁর মাকে একখানা শাড়ি কিনে দিয়ে,
কই তাঁদের তো ফিরতে দেখিনা মিছিল শেষে
নতুন আরেক বছর নিয়ে।

মিছিলের মাঝ থেকেই চুপিসারে বিদায় নেয় না বলে না কয়ে...
বছর ঘুরে বছর আসে, দিনেরা সব ভিড়ে মাসে।
ছন্দ শুধু ওইখানটাতেই।

আর ছন্দহীন শুধু আমরাই যারা খুঁজে ফিরি দিনের ওই বেলাতে,
মাসের ওই দিনটিতে নিজের ওই হারিয়ে যাওয়া প্রিয়জনটিকে।।


মোঃ মিফতাহ উদ্দিন
মাদ্রাজ, ৩/৩/২০১৩

কোন মন্তব্য নেই: