“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

মঙ্গলবার, ১৪ মে, ২০১৩

১৯ শে মে ভাষা শহিদ দিবস পালন করুন।

( উত্তর-পুর্বাঞ্চলের মানুষের কাছে ইমেজ ফরম্যাটটা একটু বেশী জনপ্রিয় বলেই মনে হয়। ১৯ শে মে নিয়ে তাই একটা  ফেইসবুক কভার করলাম। ) 

কোন মন্তব্য নেই: