“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

বৃহস্পতিবার, ২৩ মে, ২০১৩

অন্দরমহল


তোমার অন্দরমহলে আজ বৃষ্টি

সুগন্ধি চন্দন কাঠের বাক্সে বন্দী
তোমার কিশোরী দুপুর

যৌবন আজ নীলাম
নীমকাঠের সিঁদুর কৌটয়

জানালার রেলিং ধরে ঝুলে থাকা
মানিপ্ল্যান্টের পাতা সব রুগ্ন।

কাঠের উনানে সেদ্ধ হচ্ছে বুনো আলু
আরেকটা হিরোশিমার প্রস্ততি

পৃথিবীটা আজ পোড়া আলুর মতো নরম আর কালো।

#
তবুও বৃষ্টি ঝড়বে, বীনুনি বাঁধবে যত্ন করে ইউকেলিপ্টাস।
শরীরময় সুগন্ধি ছড়াবে যত্নে,গোধূলি বিকেলের
একফালি সোনালী রোদ্দুর স্নান শেষে তোমার কপালে,

আজ তুমি চরিত্রহীনা
একশ বছর পর মৃত ফলকে
খোঁদাই করা এপিক

বৃষ্টিতে স্নাত স্বর্গীয়া শ্রীমতী জুইরানীর শ্বেত পাথর

##
বৃষ্টি আসবেই, তুমি ভিজবেই, রাত নামবেই
সকাল হবেই, ভালোবাসবেই,
চোখ ভিজবেই, তুমি হাসবেই, ভালোবাসবেই।

কোন মন্তব্য নেই: