“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

রবিবার, ১৯ মে, ২০১৩

ক-ত-কা-শ-বী-সু-কু-স-হী-চ-সু




রাকের মাটিতে বাঙালির বুকেতে
রাখিল সকলে প্রাণের বদলে
বাংলা ভাষা'কে।

শেখাল বাংলার নব প্রজন্মকে-
হারানো গৌরব ফিরিয়ে পেতে
নিজের অধিকার ছিনিয়ে নিতে।

জাগাল মনে- "নিজত্ব, স্বতন্ত্র ও নিজস্ব"
এই ভাবনাগুলিকে।

প্রথিত হোক সবার হৃদয়ের মাঝে
প্রত্যাশা এই নব প্রজন্মের কাছে
চিনে যেন নেয় জেনে যেন নেয়
"ক-ত-কা-শ-বী-সু-কু-স-হী-চ-সু"-কে

কোন মন্তব্য নেই: