“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০১৩

মাসিমা (সিরিজ ৩)

।।দ্বীপতনয় ঘোষ।। 

(c)ছবি


















মাসিমা প্লীজ ভুল বুঝবেন না
ধর্মতলার মোড়ে ওভাবে ডিম পারবেন না।

মাসিমা শুভ আর আগের মত নয়
কনভারসের ফিতে আলগা দিয়ে সিকিউলার হয় হঠাৎ
কবিতার প্রতি স্তবকে তার বন্দী হয় কিছু অনুভব
আবার কখনো প্রিয়তমাকে ভালোবেসে
ঠুনকো স্যানিটারি গিফটে হলুদ নিওস্প্রিণ্ট লাগায় লজ্জায়।

মাসিমা ভুল বুঝলেন?
শুভর প্রতিটা দিন কাটে ভালোবেসে
ঝুলে থাকা কালপুরুষের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে
অন্ধ অক্ষম চোখের কালো চশমায় গ্রাস করে নিজের পৃথিবী
শুভর মাথায় ঘোরে কিছু অবান্তর বাস্তব
E= MC²  বা অংকের ইন্টিগ্রেশন ডেরিভেটিভ গুলো মাথায় না ঢুকলেও
শুভ কিন্তু ভালো কবিতা লেখে।   

কোন মন্তব্য নেই: