“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

রবিবার, ৬ এপ্রিল, ২০১৪

আমার উল্লসিত হওয়ার কোন কারণ নেই















ভিশপ্ত পাঁচটি বছর চলে যাওয়ার পর
যতই উঠুক রাম-শ্যাম-যদু-মধুর ঝড়
আমার উল্লসিত হওয়ার কোন কারণ নেই।।

আমার জাতিসত্ত্বা, বর্ণবাদের কু-ফল
বঞ্চনা, অবহেলা আর আপমান সয়ে সয়ে
আমাকে থাকতে হবে সেই তিমিরেই
যেখান থেকে আলোর দিশা খুঁজে পেতে
আমার পূর্ববর্তী কয়েক প্রজন্ম নষ্ট হয়েগেছে।

কোন মন্তব্য নেই: