“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

বুধবার, ১ অক্টোবর, ২০১৪

সপ্তমী














জ উচ্ছল সপ্তমীসমুদ্র!
ঠাকুরের চক্ষুদান হোল পাটকাঠির স্পর্শে
রামধনু আঁকা জামা পড়েছে আকাশ! তুমি মেঘলা কিশোরী!
কেউ কি দাঁড়িয়ে জংধরা জানালার রেলিংটা ধরে,
তোমার সন্ধি পুজার অপেক্ষায়!
আমার চোখদুটো কী  করি!

তুমি বলেছিলে জল শুকিয়ে গেলে সব ঝাপসা হয়ে যায়।
তুমিও জলছবি হয়ে যাবে।
আঁজলা ভরে অষ্টমীর সমুদ্র থেকে জল নিয়ে এসো
নবমীর সকালে ছড়িয়ে দেবো আমার পাহাড়ে
যদি রামধনু দেখতে পাই

যদি তোমায় দেখতে পাই





কোন মন্তব্য নেই: