“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

সোমবার, ২০ অক্টোবর, ২০১৪

একান্ত

।। দেবলীনা সেনগুপ্ত ।।




(C)Image: ছবি






















নির্জন বৃষ্টিপাতের রাতে
একা একাই ভিজতে হয়
জীবন একাই বাঁচে
পাকদণ্ডী বেয়ে
অসমান চলাচলে।
নিরন্তর কোলাহলে
উচাটন মন
অনাহূত শামিল চায়
বিপ্লবে, মিছিলে
ভাঙাচোরা অবয়ব
কতবার 
ফিরে যায়
মৃত্যুকে ছুঁয়ে ছেনে ফেলে
বারবার
জীবনের কাছে...

কোন মন্তব্য নেই: