“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

রবিবার, ২৬ অক্টোবর, ২০১৪

অফুরান সুখের জোয়ার



।।শৈলেন দাস।।

(C)Image:ছবি
























তোমার পবিত্রতা ঈশ্বরতুল্য
আমার আরাধ্য চিরদিনের
কষ্ট কষ্ট, সুখ সুখ এই জীবনে
যা কিছু শ্রেষ্ঠ, সুন্দর
তুলে রেখেছি তোমার সমর্পণে।
বিরহের আগুনে পুড়ে ছারখার
বেপথু হলেও আমি
হৃদয়ে ফুটিয়েছি তোমার জন্য
রাশি রাশি রক্ত গোলাপ।
যদি পার তুমি এস ফিরে
বিষাদময় জীবনে আমার
দু:খরা পালিয়ে যাবে
অফুরান সুখের আসবে জোয়ার।

কোন মন্তব্য নেই: