“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

শনিবার, ৪ অক্টোবর, ২০১৪

প্রেম


















 ।।রাজেশ চন্দ্র দেবনাথ।।


ন্ধকারের রূপান্তর পর্ব শেষ হলে
স্নায়ুতন্ত্রে ভেষজ প্রেম এক বিকল্প সংস্করণদূত  

অতঃপর প্রকাশভঙ্গি দৃশ্যমন্ডলে সর্বদায় বিভ্রম 

গোমতীর স্রোতে দুর্গার গুচ্ছ গুচ্ছ বস্ত্র 
নিপুণ হারামিরা খুলে নেয় আদিম সম্ভাবনা

বাঁশপাতায় কমেন্টগুলো আটপৌরে সনাতন

বালিশে ছিটাচ্ছে নগদ নিঃশ্বাস

কোন মন্তব্য নেই: