“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

সোমবার, ১ ডিসেম্বর, ২০১৪

বাঁক

(C)Image:ছবি












।। সৌম্য শর্মা।।

ভাঙ্গা বিকেলের দিকে বাঁক নেয় এক একটা জীবন
অবিকল পাহাড়ী পথের নৈ: শব্দে

বৃষ্টি ভেজা ভারী বাতাসে  ভেসে থাকে
মানুষের  কথা,
মানুষের অতীত,  হাসি - কান্না
কুঁয়াশার মতো অস্পষ্ট,  স্হির,  অচঞ্চল;

 ঋতু চক্রে  ভেসে আসে, আমার জন্মমাস …

জীবন মোড় নেয়
পথ থেকে পথের বাঁকে

অশান্ত হৃদয় , ভেসে বেড়ায় হাওয়ায়
অতৃপ্ত পিয়াশায়……

কোন মন্তব্য নেই: