“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

বুধবার, ১৯ নভেম্বর, ২০১৪

শপথ

সৌজন্যঃ শুভজিৎ পাল     





















।। দেবলীনা সেনগুপ্ত।।



ভালোবাসার নামে কোনও শপথ কোরো না
ভালোবাসা নিজেই তো এক সুন্দর শপথ
তাকে শুধু বয়ে যেতে দাও
বহতা নদীর মত
ভাসিয়ে নিয়ে যেতে আদিগন্ত আলপথ।
উন্মনা ধানের শিষে
ভেজা শিশিরতিলকে
আলো হয়ে থাকা রোদগান
যে নিরুচ্চার ছবি আঁকে রামধনুরঙে,
বিনা প্রতিশ্রুতিময়
সে সতত শপথে
নিঃশেষে লীন থাকে যে ভালোবাসা-
তার নামে কোনও শপথ করোনা আজ
কারণ
ভালোবাসা নিজেই তো এক সুন্দর শপথ
আজীবনের...আমরণের...

কোন মন্তব্য নেই: