“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

শনিবার, ৬ ডিসেম্বর, ২০১৪

আশ্বাস

 
(C)Image:ছবি






















।।সৌম্য শর্মা।।


'মনে রাখবো'   বৃথা আশ্বাস
 তোমায় দিতে পারি নি  সেদিন ৷
 নিত্যদিনের ব্যস্ততায় তারপর
 হারিয়ে গেছে অনেকগুলো  বছর;

 আজও এমনি বর্ষাস্নাত রাতে
 স্মৃতির জানালায়
 যে অবয়ব আবছা ভেসে উঠে
 অন্ধকার অতীতের সাথে
 ভাষাহীন পাতার মর্মরতায়
 আমার সম্পূর্ণ সত্তাসহ তাই দিলেম তোমায়! 

কোন মন্তব্য নেই: