“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

সোমবার, ২৯ ডিসেম্বর, ২০১৪

বিবাদের ধাঁধা

(C)image:ছবি























।। শমীক চৌধুরী।।

১)
আমার তোমার পরিধি পেরিয়ে
লোকালয়ের কোলাহল এড়িয়ে
কত দূর এগোনো যায় ?
আবার তোমার গালে হাত
যুক্তিতক্কের যত বিবাদ
আমোদ প্রমোদ দিনরাত -
ভাবতে বসলেই অবসাদ !!


২)
জীবন সরল ধাঁধা
জুজু বুড়ির জট।
হিসাব মিললে ঠিক
নইলে হিং টিং ছট !!

কোন মন্তব্য নেই: