“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০১৪

সময়


(C)Image:ছবি
















।। সৌম্য শর্মা।।



ফিকে ঘাসে মোড়া অসমান জমির উপর
এক প্রাণ কথা  আর এক বুক  আকাশ নিয়ে
দুটি হৃদয়, পাশাপাশি  পরস্পর…

দূরে দেবালয় থেকে আসা হালকা আলো
মেঘের ফাঁকে  উকি দেওয়া  মরা চাঁদ
আকাশে তারার ঝাড়বাতি;
আবছা আলোয়  কেমন এক বিচিত্র  অনুভূতি
তীব্র নেশায়  যেন ঘোর লাগা

একজন কিছু বলবে বোধহয় নির্জনতায়
আরজন, তিনটি শব্দ শোনার অপেক্ষায়

তবু, দুজনের অন্যমনষ্কতায়
গাভীন সময় ঝাঁপ  দেয় , বিষন্নতায়
জীবনের গহীন স্রোতে…


কোন মন্তব্য নেই: