“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

শুক্রবার, ২ জানুয়ারী, ২০১৫

নিষাদ কথা























।।  দেবলীনা সেনগুপ্ত।।
ব চিৎকৃত ধিক্কার
বার বার বিফলে যায়
সব প্রতিবাদ এখন একা
বিষণ্ণ বিমর্ষতায়
পথ হারায়
দিশাহারা অন্ধকার
গ্রাস করে সব সূর্যরং
রক্ত ঝরে...
ঝরে চলে অবিরাম
পাহাড় ভৈয়ামে
উপত্যকায় জনপদে
এ কেমন নিষাদ-কথা
লেখা হয় ইতিহাসে?
শঙ্কিত সন্ত্রাসে
জমাট  বাঁধে মানবের পাপগাথা
তবুও লুইত বয়
নির্বিকার শীতলতায়
তুহিন জীবনস্রোত
উদ্‌গ্রীব শুধু
নিজস্ব বেঁচে থাকায়

কোন মন্তব্য নেই: