“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৫

অ-সুন্দর তুমি

।। শৈলেন দাস ।।

 
(C)Image:ছবি



















লোকে বলে তুমি সুন্দর নও
তবুও কাজের ফাঁকে ফাঁকে
যখনই দেখি তুমি নিবিষ্ট মনে
তাকিয়ে আছো পি.সি-র মনিটরে
হাতের আঙুলগুলি অবিরাম
বিলি কাটছে কীবোর্ড জুড়ে
সে দৃশ্য আমার সুন্দরই লাগে।
তোমার মুখের গঠন সুন্দর নয়
প্রসাধনের ছোঁয়াও লাগেনি ঠোটে
চোখের পাতাগুলোও ক্লান্ত, ধূসর
দাঁতগুলো বেরোতে চায় যেন ঠেলে
তবুও কথা বলার সময় যে সারল্য
ফুটে উঠে তোমার চোখে মুখে
তা আমার কাছে খুব সুন্দর লাগে।
তাছাড়া যখন তুমি ছুটির সকালে
ভেজা চুল বেঁধে গামছা বা টাওয়েলে
কাপড় মেলতে এসে বাড়ির ছাদে
আনমনে তাকাও দূরের আকাশে
মাঝে মাঝে সুযোগ হলেই
এই দৃশ্য ভাসে আমার ক্যানভাসে
তখন কিন্তু আমার ভালই লাগে।

কোন মন্তব্য নেই: