“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

শনিবার, ২৮ মার্চ, ২০১৫

নামডাক

(C)Image:ছবি


 












।।মনোজিৎ দত্ত।।

 কিছু মানুষের ডাকনাম জনতা  
এরা পাখীর ঠোঁটে গুঁজে রাখে সময়    
রাত ভিজিয়ে রাখে স্বপ্নের জলে
সকালের ক্ষত মুছে নরম তুলোয়
মানুষগুলোর ডাকনাম জনতা  

কিছু মানুষের ডাকনাম বিস্ফোরণ
এরা গণতন্ত্র ... পরিবার পরিকল্পনা  
মাইল মাইল মিছিলে যায়
এরা ভোট দেয় বাদাম খায় 
মানুষগুলোর ডাকনাম বিস্ফোরণ 

কিছু মানুষের ডাকনাম নারী
জলের মতো আকার আকৃতিহীন
এরা বাতাসের মতো চুপকথা
এদের নাভিই নদীর উৎসমুখ
মানুষগুলোর ডাকনাম নারী

কিছু মানুষের ডাকনাম লাশ
এরা জীবনের জাবর কাটে
বগলতলায় লাইফ সার্টিফিকেট
মৃত্যু তাদের বসন্ত বিলাস 
মানুষগুলোর ডাকনাম লাশ

কোন মন্তব্য নেই: