“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

রবিবার, ১৯ এপ্রিল, ২০১৫

অপরিচিত- (বদ)নাম !



(C)Image:ছবি




















|| শমীক চৌধুরী ||

কটি অপরিচিত নাম আর তার সাথে কিছু প্রতিশ্রুতি,
অনেকের মতে এই নাম আর বাকি বদলাবে গতি !
হিসেব- নিকেশ- যুক্তি- তক্ক- সহমত- বিরোধ,
নিন্দা- বন্দনা- আলোচনা- বিশ্লেষণের প্রতিরোধ ;
হয়ত সময়ের কাঠামোতে বাঁধা থাকবে জমা খরচের
বা তার থেকেও সহজ কিছু হিসেবের মত।

দ্রুত গতির উত্থান থেকে ও কঠিন যথাস্থানে স্থির থাকা।
মেঘ- তারা- আড়াল- গ্রহ -উপগ্রহ- ছায়া- গ্রহণ ইত্যাদির মত
ফিরে ফিরে আসা সহজ নয় বারে বারে; পৃথিবী হিসেব রাখে।









কোন মন্তব্য নেই: