“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

শুক্রবার, ১৭ এপ্রিল, ২০১৫

পাত-পিঁড়িতে

 ।। মনোজিৎ দত্ত।।

 
(C)Image: ছবি

















মরাও কি সস্তা হয়ে উঠলাম
চৈত্র-সেলের মতো!

গলায় অভিমানের সুর
কবিতার 'তুই' কিংবা 'তুমি'

বাজারের আলতা
কবিতার না-পসন্দ্‌
রামধনু রঙে সাজাবে শব্দ
গালে আলতো কাজলের ফোঁটায়

কবিরা -
পাখির চোখ নিয়ে শব্দ খোঁজে
প্রজাপতির ডানায়
আকাশের নীলে
প্রেমিকার ঠোঁটে
ডালে পাতায় বায়বীয় সবুজে হলুদে
প্রিজম আঁকবে বলে কবিতায় - কবিতায়

পাত-পিঁড়িতে বাসে আছে
বৈশাখ - জষ্ঠি
আষাঢ় - শ্রাবণ ...

কোন মন্তব্য নেই: