“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

বুধবার, ১৩ মে, ২০১৫

ব্যতিক্রমী অপেক্ষা

||শমীক চৌধুরী ||















ব্যতিক্রমী কলসি ফুটো হলে
ছড়িয়ে পড়ে অন্যধারা চারপাশে |
ফুটপাতে জমাট বাধে চাপ চাপ।
নির্বাক ,বিমূঢ় প্রতক্ষদর্শী সব
সংবিত ফিরে পেলে করে রব ।


আরেক জীবন বিঘ্নিত হয়।
আর -
তার সাথে আরো অনেক জীবন।
ব্যতিক্রমী ধারা থেমে থাকে না ,
যা আজকের মত স্তব্ধ হলো; তার কোলাহল
ছড়িয়ে পড়ছে চারপাশে , দূরে দূরান্তে।
তরঙ্গ হয়ে ফিরে আসার অপেক্ষায় -

কোন মন্তব্য নেই: