“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

শুক্রবার, ৮ মে, ২০১৫

চেরাপুঞ্জী

(C)নখালিকাই হ্রদ





















।। দেবলীনা সেনগুপ্ত।।

খানে মেঘেদের গর্ব নেই
নেই অহমিকা বা ছল – চাতুরি
এখানে মেঘ নত হয়েপাহাড় ছোঁয়
ঘন কুয়াশার মমতায় ঢাকে
পাহাড়ের মুখ
গভীর ভালবাসা ঢালে
ঋজু পাইনের বনে
নিঃশেষে মিশে যায়
গিরিবর্ত্মের আড়ালে

এখানে পাহাড় বড় বেশী সবুজ
প্রত্যহ মেঘ-জলে স্নান করে
আকাশের দিকে তোলে প্রত্যয়ী মুখ
সবুজ থেকে সবুজতর দেহে
বৃষ্টি –ভেজা  রোদরং
ছবি আঁকে অপরূপ.

এইখানে
এই পবিত্র মেঘ – পাহাড়ের দেশে
তোমার সঙ্গে কাটাব জীবন
সব মৃত্যুর শেষে ...।

কোন মন্তব্য নেই: