“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

শুক্রবার, ২৬ জুন, ২০১৫

গীতার মাহাত্ম্য



।। সুমিত্রা পাল ।।


(C)Image:ছবি












প্তরথীর আর্য নিনাদ একা গাণ্ডিব
ঘন মায়াজালে সম্পৃক্ত সুকুমার ভাবনায়
গীতার শ্লোক ব্যাপ্ত করে
মহাবিশ্বের অবিনশ্বর রূপ

সৃষ্টি- স্থিতি- লয় এই চক্রে
পরিভ্রমিত বিশ্বব্রহ্মাণ্ড
           জাগতিক সুখ দুঃখ
           সম্পর্কসূত্রের নিবিড় গ্রন্থনা অথবা টানাপোড়েন
           স্বাচ্ছন্দ্য মানবীয় মূল্যবোধের অভিব্যক্তি
           ভেসে যায় পাঞ্চজন্যের ফুঁৎকারে
কুরুক্ষেত্র আলোকিত হয়ে ওঠে ।


           ----------------



কোন মন্তব্য নেই: