“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

শনিবার, ২০ জুন, ২০১৫

সন্ধ্যার সে শান্ত উপহার - অনুষ্ঠানের টুকরো টুকরো সম্মিলিত অংশ

          ত্রিপুরায় কবিতা চর্চার ইতিহাস প্রায় ৬০০ বছরের । তবুও কোথাও যেন অনালোচিতই থেকে গেল এত সৃষ্টিমুখর কবি কৃতি । বাংলা কবিতা ও কাগজের নৌকা নামের দুটি কাগজ "সন্ধ্যার সে শান্ত উপহার " নামে এক অনুষ্ঠানের মাধ্যমে এই সকল কবিকৃতির পর্যায়ক্রমিক আলোচনা ও অধ্যয়নের প্রয়াস নিয়েছে । এখানে রইল , তাদের প্রথম প্রয়াসের সামান্য আভাস । এ পর্যায়ের কবি ছিলেন শঙ্খ পল্লব আদিত্য ও কল্যাণব্রত চক্রবর্তী । আলোচক ছিলেন অশেষ গুপ্ত ও মিলন কান্তি দত্ত । দেখা যাক , সন্ধ্যার সে শান্ত উপহারের আভাস ---শুভদীপ দেব।

কোন মন্তব্য নেই: