“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

শনিবার, ২৯ আগস্ট, ২০১৫

মাটি আর নারী

 (c)Photo:ছবি


















============
© সুনীতি দেবনাথ

সেদিন সেই যাযাবরী জীবনে শীতল সাইবেরিয়ায়...
পশুপালক তোমাদের সাথে আমিও তো ছিলাম
প্রান্তরের পর প্রান্তরে সবুজের সে কী তরঙ্গ উদ্দাম!
সেদিনও বরফ ঠাণ্ডায় যখন আমি কুঁকড়ে যেতাম,
তোমাদের সন্তানগুলিকে বুকে চেপে শেষ উষ্ণতা
বিন্দু বিন্দু ওদের দেহে সঞ্চালন করে দিতে হবে
সেই সত্য সবার উপরে জেনেছি মেনেছি।
আর ইউরাল পর্বতের অরণ্য থেকে
বুনো ঘোড়াকে বশ মানিয়ে এপার ওপার
পিঙ্গল চুল উড়িয়ে টগবগ টগবগ ছুটতে তোমরা।

এই করে একদিন সব ঘাস শেষ হতো
পরম্পরায় সন্তান সন্ততি বেড়ে পরিণাম খাদ্যাভাব
নতুন এলাকায় দিতে হতো পাড়ি
পশুর পাল যাবতীয় অস্ত্রশস্ত্র শিশু নারী সহ ,
নিঃসন্দেহে জানি যেসব নারীর দেহে জোয়ারের খেলা নেই
ভাঁটার টানে কুঁজো হয়ে প্রতীক্ষার শেষ দিন গুনে যেতো
বর্জিত হতো তারা খাদ্যহীন তাঁবুহীন সাথীহীন সে প্রান্তরে।
সেই সব নারী পৃথিবীর অনাদৃতা অবাঞ্ছিতা কন্যা মাত্র।
সেই আদিম পৃথিবীর নাবাল মৃত্তিকায় কত বৃদ্ধা জননীর দেহ
ইউরেশীয় চিল শকুন বুনো ধূর্ত শেয়ালেরা ছিঁড়েখুঁড়ে আহ্লাদে
 খেয়েছে, হাড়গোড় মিশে গেছে মৃত্তিকার স্তরে,
এসব করুণ গাথা ভূতাত্ত্বিক নৃতাত্ত্বিকের জ্ঞানের বিষয়।

গোষ্ঠীবদ্ধ জনসংখ্যা যখন লাগামছাড়া
অশ্বপৃষ্ঠে ছোট ছোট দলে পুরুষেরা ছুটলো
ইউরোপ আর মধ্যপ্রাচ্য বিজয়ে, তখন তাদের দলে
পরিত্যক্ত আমি নারী, বিজয় এনে দেবে
নবীনা নারীদের
যোদ্ধা পুরুষের যুদ্ধক্ষেত্রে নারী বিবর্জিতা।
আর্যদের পূর্বপুরুষ এরা, এদেরই একটি শাখা
কালক্রমে পৌঁছে গিয়েছিল ইরান মরুর বুকে
রুক্ষ কঠোর জীবনে ওরা শক্ত পেশীর শরীরে
যুদ্ধ করে করে অপরিমেয় শক্তির আধার হলো।
ইঙ্গিতে ওদের ডাকছিল সুজলা সুফলা ভারতবর্ষ,
তাই অশ্বশক্তি অস্ত্রশক্তিতে বলীয়ান ওরা পৌঁছালো
গিরিপথ পেরিয়ে এদেশের অমল মধুর মাটিতে।
এবারও তাদের সাথে আমি নারী ঠাঁই পাইনি
ইতিহাস বলে।

ভূস্বর্গ কাশ্মীর দখল করে সিন্ধু অববাহিকায়
ইন্দোইরানীয় পুরুষ তোমরা উজ্জ্বল সূর্যালোকের মত
তেজোদীপ্ত আবির্ভাবে ক্ষমতার বলে বলীয়ান
পঞ্চ নদীর দেশ দখল করলে, দখল করলে আমাকে,
আমি অনার্য নারী সেদিন আর্য পুরুষের সম্পদ।
এভাবে ঠিক এমনি করে পুরুষ তুমি আমার সমগ্র সত্তাকে
একবার নয় বারবার দখল করেছো, সম্পদ বানিয়েছো।
যোদ্ধা পুরুষ অমিত শক্তিশালী মাটির দখল
নেবার সাথে সাথে ভূমিকন্যাদের দখল করেছো।
এ তোমার যুগ যুগের সঞ্চিত অপরাধ আর
ভূমিকন্যাদের অশ্রুসিক্ত জীবনের অপমান।
আমি আর আমার মত নারীরা যেন বোবা পশু,
পশুশিকারি মদমত্ত পুরুষ বন্য পশুর মতই
আমার দখলদারি চালিয়ে গেলে চিরটা কাল।
তোমাদের অশ্বখুরে উত্থিত ধুলোয় ঢেকে গেল
আমার চোখের জলের স্বপ্নমাখা উত্তাল তরঙ্গ।

বিজয়ী আর্য সারাটি উত্তর ভারত দখল নিয়ে
এলো জলজঙ্গলের দেশ রূপবতী বাংলায়।
আবারো ভূমিপুত্র নিহত বিতাড়িত হলো আর
কোমলকান্তা লাবনীমাখা ভূমিকন্যা অপহৃতা
লাঞ্ছিতা।
শ্যামলী বঙ্গকন্যার হাতে লোহার শিকল আর
পুরুষ দেহের রক্ত টিকায় ব্যক্তি পুরুষের চিহ্নিত
সম্পত্তি হলো নারী।
আজো এতদিনের এপারে এসে আমি নোয়া সিঁদুরের আনুগত্যের বন্ধন মুক্ত নারী হলাম না।
মাটি আর নারী বুঝি পুরুষের ঐতিহাসিক শাশ্বত সম্পদ!

ডোপিং-এর স্বপক্ষে !!




(C)Image:ছবি
 ।। শিবানী ভট্টাচার্য দে।।

        মাঝে মাঝেই খবরে আসে, ক্রীড়াঙ্গন থেকে ডোপিং-এর জন্য কোন কোন  খেলোয়াড়কে বহিষ্কার করা হয়েছে । কেউ কিছু সময়ের জন্য, কেউ বা চিরতরে ।

        সংশ্লিষ্ট খেলোয়াড়টি   নিজেদের পারফরম্যান্স বাড়ানোর জন্য, জ্ঞানত: অথবা অজান্তে, কোচের ইচ্ছায় অথবা নিজের ইচ্ছায় বিশেষ কিছু  ওষুধ খায় । ধরা পড়লে প্রবল অসম্মান, মেডেল প্রাইজমানি কেড়ে নেওয়া হয়র‍্যাঙ্কিং পড়ে যায়, খেলার জগতের দরজা তার মুখের উপর বন্ধ হয়ে যায় ।

         খেলাধুলোর জগত সম্পর্কে আমি খুবই অজ্ঞ ।  টিভিতে কোন এক অলিম্পিকের আসরে দৌড়বাজ বেন জনসনকে ডোপিং-এর জন্য বহিষ্কৃত হতে দেখে এসব বিষয়ে প্রথম জ্ঞানগম্যি হয়েছিল ।

          এখন আমার ধারণা হচ্ছে, দেখতে গেলে, খেলাধুলো ছাড়া অন্যান্য ক্ষেত্রেও কি আর এটা নেই ? মানে পারফরম্যান্স বাড়ানোর ওষুধ খাওয়া ? কেন, কমলাকান্ত আফিম খেয়ে তার দফতর লেখে নি ? কিংবা ডি কুয়েন্সি যখন 'কনফেশন অব অ্যান ইংলিশপিয়াম ইটার' লিখেছিলেন ? কমলাকান্ত নাহয় কাল্পনিক চরিত্র, বঙ্কিম কখনো আফিম খেতেন বলে শোনা যায়নি, কিন্তু ডি কুয়েন্সি তো পাক্কা আফিমখোর ছিলেন ।

           আর সেই বিখ্যাত রোম্যান্টিক কবি কোলরিজ ? আফিমের নেশার ঘোরে গোটা একখানা কবিতা পেয়ে গেলেন ! সেটা লিখতে লিখতে শেষের কাছাকাছি পৌঁছেছেন, অমনি দরজায় খট খট । ব্যস, ঘোর গেল ভেঙ্গে, কবিতা আর শেষ হল না । কিন্তু সেই অর্ধসমাপ্ত কবিতা, 'কুবলা  খান' এ কবির মনস্তাত্ত্বিক বিশ্লেষণ করতে গিয়ে কত সমালোচক এখনও নিজেদের মগজ ঘেঁটে ওলট পালট করছেন ।

            কোলরিজের গল্পটা শুনে আমার এক বন্ধু হাসতে হাসতে বলেছিল, তোমাদের কবি তো তা হলে একজন ডোপার । ডোপিং করে কবিতা লিখেছেন, দুনিয়া ধন্য ধন্য করছে । সে যুগে নোবেল প্রাইজ ছিল না, নাহলে কিজানি উনি আফিমের নেশায় কবিতা লিখে নোবেল প্রাইজ ও পেয়ে যেতে পারতেন ।

         আর আমাদের  অনেক সাধু সন্ন্যাসী? গাঁজা খেতে খেতে তুরীয়ানন্দে পৌছে ঈশ্বরের সান্নিধ্যে পৌছে যান শোনা যায় । ডোপ করা ঈশ্বরদর্শন, নেশার মায়া ?

         কিংবা ধরুনসিগারেট টেনে নিয়ে বুদ্ধির গোড়ায় ধোঁয়া দিয়ে যে সমস্ত পুলিশ অফিসার অপরাধী ধরার হদিশ খুঁজে পান ? গোয়েন্দা ফেলুদার কথা মনে করুন, তার আঙ্গুলে ধরা চারমিনার, শারলক হোমসের মুখে পাইপ    অনেক ডাক্তার কঠিন অপারেশন করবার আগে সিগারেট খেয়ে নিজেকে ঝরঝরে রাখেন না ?

        আমার মনে হচ্ছে, বুদ্ধি বাড়ানোর এসব কৌশল ও ছোট খাটো ডোপ ।

          এবারে  জনান্তিকে বলে রাখি, কদিন ধরে 'খুশখুশে কাসি ঘুষঘুষে জ্বর' হওয়াতে আমি একদিকে অ্যান্টি- অ্যালার্জি   অন্যদিকে কাশির ওষুধ খেয়ে ঘোরলাগা মাথায় এইসব লিখছি । ডোপিং? হতেও পারে, অপরাধ নেবেন না ।








ভোটের ছড়া

 ।। নীলদীপ চক্রবর্তী।।













পুড়ছে বাসা, পুড়ছে মানুষ
জ্বলছে শহর গ্রামের ঘর ,
ভাঙ্গছে অফিস ফাটছে বোমা
নির্বাচনী ধরপাকড়

তবু আছে প্রতিশ্রুতি
যেমন ছিল আগের বার ,
স্বাস্থ্য শিক্ষা আশায় ভরা
নির্বাচনী ইস্তেহার

হাতুড়ি যদি ভাঙ্গছে মাথা
কাস্তে কাটছে ঘাসের ফুল ,
হাতের থাবা পড়ছে পিঠে
পদ্ম ফোটায় কাঁটার হুল

সন্ত্রাস এর কুম্ভীপাকে
মানুষের বুকে গভীর ক্ষত
ভোট দাতাদের ঘামে ও রক্তে
বাক্স বন্দী ভবিষ্যৎ .