“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

শুক্রবার, ২৮ আগস্ট, ২০১৫

একটি সুপারিশ পত্র


শঙ্খ সেনগুপ্ত

(C)Image:ছবি













ধূর্ততা , মিথ্যের সৎভাই ।
গলদ বিসমিল্লায় ; একথা জানতে,
কু-চটি পড়তে হয় না ।
নার্সারিও জেনে যায়, অবলীলায় ।

শুধু, সেই বোঝেনা ।
যে কিনা ফড়ের কাজ করে চলে ।
শ্রম নয়, যে কিনা অলস যাপনে অভ্যস্ত ।

সে কী করে জানবে, বাল্যশিক্ষা -
কেন এতো জরুরি ?
আধসেদ্ধ কি, জানতে তার বয়ে গেল ।
দয়া করে তাকে গেলাতে যেও না ।

কানে শুধু বলে রেখো,
মীরজাফর, তার মায়ের প্রপিতামহ ছিলেন ।

কোন মন্তব্য নেই: