“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০১৫

নারীসুলভ





(C)Image:ছবি


















।। দেবলীনা সেনগুপ্ত।।
ত দুঃখ জমা হলে
এক নদী হয়?
নারীকে শুধাও!
কত ব্যথার পলিস্তরে
উর্বর হয় উপত্যকা
অফুরান ফসলের তরে?
নারীকে শুধাও
পর্বতের উৎসগুহায়
কত আঁধার পেরোতে হয়
আলো গান শোনার আগে
কত নুড়ি আঘাত হানে
কত প্রস্তর বাধা অবলীলায়
পেরিয়ে যেতে হয় অববাহিকায়
জল হয়ে জাগার আগে!
নারীকে শুধাও
বনস্পতি বীজে
লেখা থাকে যে তরঙ্গ ব্যথা
তার থেকে ফুটে ওঠে
ফুল-ফল কথা
কত অনুরাগে...নারীকে শুধাও,
নারীই জানে।


কোন মন্তব্য নেই: