“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

শনিবার, ২৯ আগস্ট, ২০১৫

ভোটের ছড়া

 ।। নীলদীপ চক্রবর্তী।।













পুড়ছে বাসা, পুড়ছে মানুষ
জ্বলছে শহর গ্রামের ঘর ,
ভাঙ্গছে অফিস ফাটছে বোমা
নির্বাচনী ধরপাকড়

তবু আছে প্রতিশ্রুতি
যেমন ছিল আগের বার ,
স্বাস্থ্য শিক্ষা আশায় ভরা
নির্বাচনী ইস্তেহার

হাতুড়ি যদি ভাঙ্গছে মাথা
কাস্তে কাটছে ঘাসের ফুল ,
হাতের থাবা পড়ছে পিঠে
পদ্ম ফোটায় কাঁটার হুল

সন্ত্রাস এর কুম্ভীপাকে
মানুষের বুকে গভীর ক্ষত
ভোট দাতাদের ঘামে ও রক্তে
বাক্স বন্দী ভবিষ্যৎ .
  

কোন মন্তব্য নেই: