“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০১৫

আমাদের কথাও থাকবে

     ।। শৈলেন দাস।।
(C)Image:ছবি
















মাদের কথাও থাকবে
ঠিক কবে বলা মুশকিল
তবে, হৃদয়ে পুঞ্জীভূত ক্ষোভের
বিস্ফোরণ ঘটবে যেদিন
তার উত্তাপের আঁচ তুমিও পাবে।
হাজার বছরের উপেক্ষা
অপমান আর অবহেলার জীবনচক্রে
আটকে রেখে আমাদের
যুগ যুগ ধরে চলছে প্রচার-
এই দেশ এই সমাজ আমাদের নয়
রাষ্ট্রক্ষমতায় আমাদের নেই অধিকার!
শাসকের অঙ্গুলি হেলনে লিখিত
অসত্য, বিকৃত ইতিহাস মুছে ফেলে
সেদিন লেখা হবে নতুন করে
যেখানে আমাদের কথাও থাকবে।

কোন মন্তব্য নেই: